নিউজ ডেস্ক , বোলপুর , ১১ই সেপ্টেম্বর : বোলপুরে এক ব্যক্তির মোটর বাইকে বিস্ফোরক রেখে বিস্ফোরণ করালো দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর যখম লক্ষী সাহানি। তার ডান পা বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত হয়েছে।।
বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।। ঘটনাস্থলে বোলপুর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার ১৮ নম্বর ওয়ার্ডের খাসপাড়া এলাকায়।স্থানীয় পুলিশ সূত্রে খবর, বোলপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খাস পাড়ার বাসিন্দা লক্ষ্মী সাহানি। প্রতিদিনের মতো রবিবার রাতে বাড়ির সামনে তার মোটরবাইকটি দাঁড় করানো ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকের মধ্যে লাগিয়ে তার দিয়ে কানেকশন করে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আতঙ্কের পরিবেশ।