নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৩ এপ্রিল : ভোটদান পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা হল ইটাহারে। শনিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় এই ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা হয়। মূলত, করোনা পরিস্থিতিতে ভোটদানের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে এই প্রচার অভিযানের মাধ্যমে। ইটাহার ব্লকের ১২ টি অঞ্চলেই প্রচার চালাবে এই ট্যাবলোটি।
উল্লেখ্য, সামনেই বিধানসভা ভোট ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে। ফলে বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত উত্তর দিনাজপুরের জেলা সহ ইটাহার ব্লক প্রশাসন। সেইমত শনিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভ্রাম্যমাণ ট্যাবলোর সূচনা করা হল। মূলত, আগামী ২২শে এপ্রিল বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে, নতুন ভোটারদের ভিভিপ্যাডে ভোটদানের প্রক্রিয়া বোঝানো, ভোটাররা যাতে প্রভাবিত না হয়, করোনা অতিমারী যাতে না ছড়ায় এইসব সহ নানান বিষয়ে এলিডি স্ক্রীনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এই ট্যাবলোটি ইটাহার ব্লকের ১২টি অঞ্চলে ঘুরে এলাকার ভোটারদের সচেতন করবে বলে জানা যায় ব্লক প্রশাসন সূত্রে।