নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : আন্তঃ ক্লাব ক্রিকেট লীগের প্রথম ডিভিশন গ্রু বি এর খেলায় বড় ব্যবধাননে জয় পেল প্রতিবাদ ক্লাব।বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট লীগে গ্রুপ বি এর খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রতিবার ক্লাব এবং ঐক্য সম্মেলনি।
গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষ, আহত ২
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধানন্ত নেয় প্রতিবাদ ক্লাব।৪০ ওভার ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে প্রতিবাদ ক্লাব।দলের ব্যাটসম্যান স্বরূপ চন্দ ৬৬ বলে ৭৪ রান করে আউট হন।অপর ব্যাটসম্যান অন্তু চাকলাদার ৩১ বলে অপরাজিত ৪৪ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে শেষ হয়ে যায় ঐক্য সম্মেলনির ইনিংস।
ঐক্য সম্মেলনির দুই ব্যাটসম্যান সুমিত সরকার ২৪ বলে ৩৮ রান এবং সৌগত সিংহ ৬০ বলে ৩২ রান করেন। ১২১ রানে ঐক্য সম্মেলনিকে হারিয়ে গ্রুপ লীগের ম্যাচে জয় পায় প্রতিবাদ ক্লাব।এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন প্রতিবাদ ক্লাবের স্বরূপ চন্দ।