নিউজ ডেস্ক , ১৯ নভেম্বর : হ্যাঁ বিশ সাল বাদ আবারও বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়া দ্বৈরথ।টসে জিতে বেলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।জ্যোতিষীদের মতে অস্ট্রেলিয়ার বেলিংয়ের সিদ্ধান্ত শাপে বর হতে পারে ভারতের।
জ্যেতিষ বিচারে রবিবাসরীয় ম্যাচে রোহিত শর্মার জাতক অনুসারে চন্দ্র ও রবি রয়েছে কাছাকাছি।আর এর ফলস্বরূপ আগে ব্যাট করে ঝড় তুলতে পারে ভারতীয় ব্যাটিং লাইনআপ।তবে সবই এখন মাঠের ২২ গজ যুদ্ধে প্রমানিত হবে।২২ গজে কি হতে পারেন দলের ত্রাতা সেদিকে তাকিয়ে দুই দল।অস্ট্রেলিয়ান দুই বোলার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে কিভাবে সামলান রোহিত শর্মা আজ ২২ গজে সেই লড়াই।বিশ্বকাপে বাঁহাতি ব্যাটসম্যানদের ত্রাসের নাম মহম্মদ শামি।ট্র্যাভিস হেড,ডেভিড ওয়ার্নাররা ২২ গজে কিভাবে সামলান শামিকে রবিবাসরীয় সন্ধ্যায় সেই লড়াই দেখতে মুখিয়ে বিশ্ব।পাশাপাশি জাম্পার স্পিন কিভাবে সামলান বিরাট কোহলি ২২ গজে রবিবার সেই লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব।