নিউজ ডেস্ক , ৭ সেপ্টেম্বর : শিবসেনার হুমকির প্রেক্ষিতে মুম্বাইয়ে পা রাখার আগেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওয়াই ক্যাটাগরিতে কঙ্গনা পাবেন ১-২ জন কম্যান্ডো সহ মোট ১১ জন নিরাপত্তাকর্মী। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। পাল্টা শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউথ মুম্বই ও মহারাষ্ট্র সম্পর্কে কুকথার বলার জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেন। সঞ্জয় রাউথ (Sanjay Raut) বলেছিলেন, মুম্বই পুলিশকে ভয় পেলে কঙ্গনার মুম্বই ফিরে আসা উচিত নয়।
এনিয়ে ব্যাপক জলঘোলা হয় জাতীয় রাজনীতিতে। পাল্টা সঞ্জয় রাউতকে চ্যালেঞ্জ ছুঁড়ে কঙ্গনা রানাওয়াত বলেন মুম্বাই কারও বাবার একা নয়। তিনি অবশ্যই আসবেন মুম্বয়ে। তাই গন্ডগোলের আশঙ্কায় সোমবার কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। এনিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির ট্রামকার্ড সুশান্ত