
নিউজ ডেস্ক, ২৬ জুন : শনিবার ভোররাত থেকে অসুস্থ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর রক্তচাপ নেমে গিয়েছে। পেটে যন্ত্রণাও হচ্ছে। শরীরে জলের অভাব দেখা দিয়েছে। ডিহাইড্রেশনের ফলে শরীর অত্যন্ত দুর্বল। এরপর বাড়িতে এসে চিকিৎসক তাঁকে দেখে গিয়েছেন।
বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন তিনি।দিন কয়েক আগে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই ‘টিকা’ নিয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনিই প্রতারক দেবাঞ্জন দেবের পর্দা ফাঁস করেন। এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসতেই মানসিক ভাবে কিছুটা আঘাত পান তিনি। কারণ, তাঁকে দেখেই ওই ক্যাম্প থেকে অনেকে ভ্যাকসিন নিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের চিন্তায় মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন সাংসদ। এমনকি জন সাধারণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তাও দেন তিনি।জানা গিয়েছে, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুক্রবার যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান সাংসদ। ভ্যাকসিনের বদলে তাঁর শরীরে কী প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তিনি। তবে তাঁর লিভারের সমস্যা ছিল। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও শারীরিক সমস্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালোই ছিল তাঁর। কিন্তু তারপরেও কেন অসুস্থতা হল তা নিয়ে চিন্তিত চিকিৎসক। মিমির অসুস্থতার পেছনে তাঁর উদ্বেগ বা প্যানিক-ও কারণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসক।
আরও খবর পড়ুন : রাজ্য সড়কে বেহাল নিকাশি ব্যবস্থা। সমস্যায় সর্বস্তরের মানুষ
