নিতাই সাহা, ৬ সেপ্টেম্বর : মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী সহ ৩ জন। প্রশ্ন উঠছে তাহলে এবারে কী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পালা?এসব জল্পনার মধ্যেই রবিবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর উচ্চপদস্থ আধিকারিকরা। রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই বিশেষ প্রশ্ন মালা তৈরি করে রেখেছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দক্ষ আধিকারিকেরা৷ ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা এবং জয়েন্ট ডিরেক্টর সমীর ওয়ানখেড়ে এই দুই বড় আধিকারিক রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতকে মাদক দেওয়া নিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ সামনে এসেছে তার ভিত্তিতে রিয়ার ভাই শৌভিক সহ তিনজনকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তাদের জবান বন্দি ও রিয়ার যে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে তার ভিত্তিতে কড়া প্রশ্নমালা তৈরি করা হয়েছে। এইসব প্রশ্নের জবাব সঠিকভাবে না পেলে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা রিয়া চক্রবর্তীর সামনে পেশ করতে পারেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা।তাতেও সন্তুষ্ট না হলে রিয়া চক্রবর্তী ও ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা।
ররিবার দুপুরে এন সি বি-র ব্যুরোর দফতরে পৌঁছে যান রিয়া চক্রবর্তী৷ কড়া নিরাপত্তায় তাঁকে বাড়ি থেকে এন সি বি-র ব্যুরোর দফতরে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামতেই সোজা তাঁকে দফতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর একটি নির্দিষ্ট ঘরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এন সি বি-র ব্যুরোর দুই সিনিয়র অফিসার৷ সবমিলিয়ে রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের জল্পনা ক্রমশঃই বাড়ছে।
আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুতের বাড়ির কর্মী দিপেশ সাওয়ান্ত কে গ্রেপ্তার করলো এনসিবি