নিউজ ডেস্ক, ৭ সেপ্টেম্বর : মাদক মামলায় সোমবার ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছে রিয়া চক্রবর্তী। সুশান্তর মামলায় মাদক যোগ নিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছেন এন সি বি-র আধিকারিকরা। জানা গেছে ধৃতের নাম অনুজ কেসওয়ানি। রবিবার সকালেই রিয়ার বাড়িতে গিয়েছিলেন তখনই রিয়াকে সমন ধরিয়ে দেওয়া হয়।
তাই মিডিয়ার ভিড় এড়াতে সোমবার সকালেই এন সি বি-র দফতরে পৌঁছায় রিয়া। তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তর সঙ্গে রিয়াকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর। যদিও রবিবার জিজ্ঞাসাবাদে রিয়া মাদক যোগ কথা কবুল করে। তাই রিয়াকে চক্রবর্তীকে গ্রেফতারের জল্পনা ক্রমশঃই জোরালো হচ্ছে।
আরও পড়ুন : বলিউড তারকা কঙ্গনার জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা বরাদ্দ করল কেন্দ্র