নিউজ ডেস্ক, ৭ সেপ্টেম্বর : সুশান্তের মৃত্যুতে যখন তোলপাড় গোটা দেশ, মৃত্যুর রহস্য ভেদে মরিয়া সিবিআই এর আধিকারিকরা তখন আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে বিহারে ভোট প্রচারে নামলো ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের প্রচারে তাদের স্লোগান “না ভুলেঙ্গে, না ভুলনে দেঙ্গে, সুবিচার দেকে রহেঙ্গে।”
“বিজেপির কালচারাল সেল সুশান্ত সিং রাজপুতের ছবি দিয়ে এখনও অবধি প্রায় ৩০,০০০ পোস্টার এবং স্টিকার এবং ৩০,০০০ মুখোশ ছাপিয়েছে, এবং তাতে লেখা রয়েছে “না ভুলে হ্যায়, না ভুলেঙ্গে” বার্তা। সুশান্তের নামের পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছে মধুবনী,পটনা, সমস্তিপুর সহ বিভিন্ন এলাকা। “জাস্টিস ফর সুশান্ত” ক্যাম্পেন শুরু করেছে গেরুয়া শিবির ৷
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত বিহারের ভূমিপুত্র। গত ১৪ই জুন মুম্বইয়ের ব্যান্ড্রাতে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই অভিনেতার। তার মৃত্যুর পর অভিযুক্তদের শাস্তির দাবীতে পাটনায় পথে নেমেছিল সাধারন মানুষ। এরপরই সক্রিয় হয় নীতীশ কুমার প্রশাসন। সুশান্তের মৃত্যুর পর ঘটনার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ, পাশাপাশি সুশান্তের বাবা কে.কে.সিং পটনায় এফআইআর দায়ের করেন যার ফলে তৎপরতা আরও বাড়ে ৷
গেরুয়া শিবিরের এই উদ্যোগে স্বভাবতই প্রশ্ন ওঠে, বিহারবাসীর আবেগকে হাতিয়ার করে নির্বাচনের জন্যেই কি এই তৎপরতা? সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয় আরজেডি-কংগ্রেস।
তবে বিহার বিজেপির অবশ্য দাবি, রাজ্যের মানুষের দাবী মেনে গত জুন মাস থেকেই “জাস্টিস ফর সুশান্ত” ক্যাম্পেন চলছে বিহারে। বিজেপিও এই দাবি সমর্থন করে। সেটা বোঝাতেই এই প্রচার।
আগামী ডিসেম্বর মাসে সম্ভবত বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি নিজেদের পায়ের তলার মাটি আরোও শক্ত করতে সুশান্তের মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করছে বলে মনে করছেন বিভিন্ন বিরোধী সংগঠনগুলি।