নিউজ ডেস্ক, ৩ আগস্ট : রাজ্যজুড়ে বেড়েই চলেছে ভুয়ো আধিকারিকের দৌরাত্ম্য। ফেক আইপিএস, ফেক আইএএস, ফেক চিকিৎসকের পরে এবার ধৃত মানবধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
সেই ব্যক্তির সঙ্গে তার গাড়ির চালক ও সঙ্গে থাকা দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় হিউম্যান রাইটস লোগো লাগানো গাড়িও। ধৃতরা হলো তারক মণ্ডল (ভুয়ো চেয়ারম্যান)। তিনি নিউটাউনের বাসিন্দা এবং সত্যেন্দ্রনাথ যাদব (গাড়ির চালক)। সে বিহারের বাসিন্দা–সহ আরও দু’জন।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিউটাউনের নারকেল বাগান মোড়ে টহলদারীর সময় ওই গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর গাড়িটিকে আটক করা হয়। বৈধ কাগজপত্র চাওয়া হলে দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একটি গাড়িতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের লোগো লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত তারক মন্ডল। এছাড়াও তার সঙ্গে থাকা দুজনকে নিরাপত্তা রক্ষী হিসাবে ব্যবহার করত। বাকি দুজন ছিল লেবার। এরা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে সমস্যায় পড়েছে এমন মানুষদের খুঁজে বের করে তাদের সমস্যা মিটিয়ে নেওয়ার নামে টাকা আদায় করত। তারা পুলিশি সমস্যা বা প্রমোটিং সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করেও টাকা তুলতো।ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করে পুলিশ।
আরও খবর পড়ুন : কেন্দ্রের বিরোধীতায় দিল্লির রাজপথে সাইকেল নিয়ে প্রতিবাদে রাহুল গান্ধী