ইটাহার, ৫ আগস্ট : তৃণমূল সরকার তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর আবারও রাজ্য চালু করছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আগামী ১৬ই আগষ্ট থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকার।
গোটা রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লকেও চালু হবে এই প্রকল্প। সেই প্রকল্পকে সামনে রেখে সুষ্ঠভাবে ক্যাম্প পরিচালনা করতে ব্লক প্রশাসনের তরফে বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে ও দুর্গাপুর এবং গুলন্দর দুই পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় পৃথক দুটি পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে এদিনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। ইটাহার ব্লকের জয়েন বিডিও জাহেরুল ইসলাম, জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম, পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, পঞ্চায়েত সদস্য মনীন্দ্র নাথ রায় সহ অন্যান্য পঞ্চায়েত ও ব্লকের আধিকারিক গন উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
আরও খবর পড়ুন : বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, তোলা হল আদালতে