নিউজ ডেস্ক, ৩ আগস্ট : লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব সমস্ত রাজনৈতিক দলগুলি। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার প্রতিবাদে সামিল হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন সাইকেল চালিয়ে দিল্লির রাজপথে মিছিল করেন তিনি।
মিছিলে ছিলেন দলের অন্যান্য সদস্যরা। এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে সংসদে যান তৃণমূলের কয়েকজন সাংসদ। এবার সাইকেলে চালিয়ে সংসদে গেলেন কংগ্রেসের যুব নেতা। এর আগে রাহুল গান্ধিকে ট্র্যাক্টর চালিয়ে সংসদে গিয়েছিলেন।মঙ্গলবার বিজেপি বিরোধিতার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন বিরোধী দলের প্রতিনিধিরা। রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁরা প্রাতঃরাশে যোগ দেন। সংসদের ঘরে-বাইরে কীভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা যায়, সেই ছক কষেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে সংসদে বিরোধীদের রণনীতি নিয়ে আলোচনা হয়। কংগ্রেস, তৃণমূল ছাড়াও বৈঠকে যোগ দিলেন এনসিপি, শিব সেনা, সিপিএম, সিপিআই, আরএসপি-র প্রতিনিধিরা। এদিনের বৈঠকে যোগ দেয়নি আম আদমি পার্টি। মায়াবতীর বিএসপিও এদিনের বৈঠকে গড়হাজির ছিল। দুই দলের কোনও প্রতিনিধি এদিনের বৈঠকে যোগ না দেওয়ায় জল্পনা বাড়লেও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন বাকিরা।এদিন সংসদেরও বিক্ষোভের ঝড় তোলেন বিরোধীরা। বিভিন্ন ইস্য়ুতে প্রবল হট্টগোল করেন তাঁরা। যার ফলে শুরুর কয়েক মিনিটের মধ্যের মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।
আরও খবর পড়ুন :পাক অধিগৃহীত কাশ্মীরে ক্রিকেট লিগের বিরুদ্ধে আই সি সিকে চিঠি দিল ভারত