নিউজ ডেস্ক, ৩১ জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গে চালু হল “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা। এই মর্মে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হল।
নবান্নের তরফে জানানো হয়েছে, অস্থায়ী পেশার সঙ্গে যুক্ত মানুষজন অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা যাতে সহজে দেশের যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারে সেই কথা ভেবেই চালু করা হয়েছে “এক দেশ, এক রেশন কার্ড” ব্যবস্থা। পাশাপাশি রাজ্যের যে কোনও বাসিন্দা ভিন রাজ্যে গেলেও এবার থেকে রেশন পাবেন এবং ভিন রাজ্য থেকে আগত যে কোনও নাগরিক রাজ্যের সমস্ত রেশন দোকান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন। রাজ্য সরকারের নির্দেশে বলে দেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে, তাঁরা যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, তাতে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। সোজা কথায়, আঙুলের ছাপ দিয়ে কার্ডের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে রেশন নিতে গেলে। খাদ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, এই ব্যবস্থায় সংশ্লিষ্ট উপভোক্তাদের রেশনের দোকানগুলিতে আধার নির্ভর ই-পস (ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল) যন্ত্রে তথ্য যাচাই করার পরই রেশন মিলবে। খাদ্যসচিব রাজ্যের সমস্ত রেশন ডিলারদের দোকানে অনলাইনের মাধ্যমে ই-পস সক্রিয় ও চালু রাখতে নির্দেশ দিয়েছেন। যাতে পশ্চিমবঙ্গ থেকে ভিন্ রাজ্যে যাওয়া রেশন গ্রহীতাদের খাদ্যসামগ্রী পেতে অসুবিধা না হয়।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অবিলম্বে “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্প চালু করার জন্য দেশের শীর্ষ আদালত কড়া নির্দেশ দিয়েছিল। গত ১১ জুন সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছিল, এই পরিষেবা চালুর ব্যাপারে রাজ্যের কোনও রকম অজুহাত শোনা হবে না।
গত এক মাস থেকেই আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ এর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, সেই কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে। আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে আধার-রেশন সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।
আরও খবর পড়ুন : শৌচাগার নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ