
বুনিয়াদপুর, ২২ জুন : পুরসভা গঠনের পর ৫ বছর হতে চললেও এখনও সুষ্ঠ জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে পারেনি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভা। ফলে জমা জলে দুর্ভোগে পড়ছেন পৌর নাগরিকেরা৷ নোংরা জল পেরিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। উল্লেখ্য ২০১৭ সালে ১৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বুনিয়াদপুর পৌরসভা৷
আগামী বছর ২০২২ সালে পুর ভোট রয়েছে। ফলে দেখতে দেখতে পাঁচ বছর অতিক্রান্ত হতে চললেও এখনও সুষ্ঠ জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে পারেনি পুর কর্তৃপক্ষ। শহরে হাইড্রেন বা পাড়ার সাধারণ নর্দমাও তৈরি হয় নি। অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে বিভিন্ন এলাকায়। গত দু’দিনের বৃষ্টিতে জল জমে রয়েছে শহরের ২,৩,৫,৮,৯ ও ১১ নম্বর ওয়ার্ডে। এঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই জল যাচ্ছে এলাকাগুলিতে। এতে করে চলাচল করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। অথচ নির্বিকার পুর কর্তৃপক্ষ। নর্দমা নির্মাণ না করায় দীর্ঘদিন ধরে বর্ষাকাল এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন পৌর নাগরিকেরা। যদিও কবে নর্দমা তৈরি হবে তা নিয়ে কোনো আশাবাণী শোনাতে পারেন নি পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু। তিনি বলেন, নর্দমা তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বালুরঘাট মালদা রাজ্য সড়ক৷https://rctvlive.in/villagers-lock-up-administrative-office-demanding-four-kilometer-dilapidated-road-repairs/
আরও খবর পড়ুন :চার কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবীতে প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
