নিউজ ডেস্ক,৩০ইনভেম্বেরঃক্লিন সিটি হিসেবে শহরকে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা। এই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে মহকুমাপ্রশাসনের সহায়তায় পূর্ত দফতর ও পুরসভার আধিকারিকেরা মিলে শহরে দখলীকৃত সরকারি জায়গা পরিমাপ করার উদ্যোগ নিয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যে শহরের নানা অংশে মাপজোখ করা হচ্ছে। বুধবার ইসলামপুর মহকুমা হাসপাতালের আশেপাশের অংশ পরিমাপ করা হয়। হাসপাতালের চারপাশে খালি জায়গা দখল করে থাকা দোকানদের ইতিমধ্যে তাদের অতিরিক্ত নির্মাণ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও সরকারি জায়গায় বিভিন্ন অবৈধ নির্মাণ পুরসভার তরফে ভেঙ্গে ফেলা হবে বলে জানা গিয়েছে পুরসভাসুত্রে।