পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক!

আরসিটিভি সংবাদ –গ্রামে যাওয়ার রাস্তা নেই৷ জমির আল দিয়েই যাতায়াত করেন গ্রামবাসীরা৷ বর্ষাকালে দুর্ভোগের অন্ত নেই, এমনকি রাত-বিরেতে ওই জমির আল দিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।

আরও পড়ুন – সুপার মার্কেট বাজার সচল করার উদ্যোগ রায়গঞ্জ পৌরসভার

 

কখনও সাপের ভয়, আবার কখনও পোকামাকড়ের উৎপাত। এই পরিস্থিতিতে পঞ্চায়েতে বহুবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়েই আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রামপঞ্চায়েতের মজাতপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, চিঙিশপুর থেকে সানাপাড়া যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোপুরি মাটির। দীর্ঘদিন কোনো সংষ্কার হয়নি। পাকা রাস্তা থেকে ওই মাটির রাস্তার সংযোগস্থলে জমির আলপথ। সেই রাস্তা দিয়ে বর্ষকালে যাতায়াত করা দুষ্কর হয়ে ওঠে। এমনকি রোগীদেরও কাঁধে তুলে নিয়ে যেতে হয় হাসপাতালে। কোন গাড়ি, আম্বুলেন্স ঢোকে না গ্রামে। ফলে রাস্তা না পেলে আগামী পঞ্চায়েত ভোটে তারা অংশ নেবেন না জানান গ্রামবাসীরা।

আরও পড়ুন – মাঠ থেকে উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ আটক ১, চাঞ্চল্য এলাকায়

জানা গিয়েছে ওই গ্রামে প্রায় দশ থেকে বারোটি আদিবাসী পরিবার রয়েছে। রয়েছে এলাকার একটি জাগ্রত কালী মন্দিরও। অথচ উন্নয়নের ছোঁয়া এখনও কেন পৌঁছায় নি তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও গ্রাম পঞ্চায়েতের তরফে পুরো ঘটনাটি খতিয়ে দেখবার এবং প্রশাসনিক স্তরে জানানোর আশ্বাস দিয়েছেন তৃনমূল পরিচালিত চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উৎপল বর্মন এদিকে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন ওই গ্রামে রাস্তার কি পরিস্থিতি তা খতিয়ে দেখতে টিম পাঠানো হচ্ছে। এব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

 

Next Post

ইটের বিকল্প প্লাস্টিক? দূষন রুখতে অভিনব প্রয়াস রায়গঞ্জে

Tue Feb 28 , 2023
আরসিটিভি সংবাদ –প্লাস্টিক দূষন! যা বর্তমানে উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে সাধারন মানুষের কাছে। প্লাস্টিক দূষণ হল পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে যে বন্যপ্রান ও মানবজাতীর ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে৷ নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক […]

আপনার পছন্দের সংবাদ