
ইটাহার, ২২ জুন : গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনিক তিন দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের সাধারণ মানুষ। মঙ্গলবার ইটাহার ব্লকের অন্তর্গত খামরুয়া, নয়াপাড়া, গোটলু এলাকার সাধারণ মানুষ ইটাহার সদরে এসে ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি ও ইটাহার পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখান।
অভিযোগ, খামরুয়া থেকে নয়াপাড়া হয়ে গোটলু গ্রামে যাওয়ার এক মাত্র প্রায় চার কিলোমিটার রাস্তা বিগত ১০ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বর্ষাকালে হাটু জলে কাঁদায় চলা ফেরা করতে হয় পার্শ্ববর্তী গ্রামগুলির কয়েক হাজার মানুষকে। এমনকি এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। এলাকাবাসীরা জানান, চার কিলোমিটার এই রাস্তা সংস্কারের উদ্যোগ প্রশাসনের তরফে কোনোদিনই নেওয়া হয় নি। একাধিকবার প্রশাসন ও জন প্রতিনিধিদের কাছে লিখিত আবেদন জানালেও কেবল আশ্বাস মিলেছে। তাই বাধ্য হয়ে এদিন প্রশাসনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। বেহাল রাস্তায় কথা স্বীকার করে ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাহিরুল ইসলাম বলেন, এলাকার বাসিন্দারা এর আগেও অভিযোগ করেছেন, তবে বড়ো রাস্তা পঞ্চায়েত দপ্তর থেকে করা সম্ভব না, তাই আপাতত প্রাথমিক ভাবে সংস্কার করে চলাচলের উপযুক্ত করা হবে এবং বর্ষাশেষে রাস্তার কাজ শুরু করা হবে।https://rctvlive.in/salary-closed-for-six-months-assuring-municipal-authorities-to-solve-the-problem/
আরও খবর পড়ুন : দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ বেতন, সমস্যা সমাধানের আশ্বাস পুরসভা কর্তৃপক্ষের
