নিউজ ডেস্ক : পরপর কয়েকটি রেল দূর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।উত্তরবঙ্গের রাঙ্গাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষের পর আবারও একই স্থানে বেলাইন হয়েছে মালবাহী ট্রেন।এরাজ্যে ঘটা এই দূর্ঘটনার পর এমনিতেই আতঙ্কিত রেল যাত্রীরা।
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা
এরমাঝেই বৃহস্পতিবার ভাইরাল এক ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য।রেলের সাবার্নান ডিভিশনে থাকা হাওড়া বর্ধমান কর্ড লাইনে ঘটে এমন ঘটনা।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কয়েক মিটারের ব্যবধান।বর্ধমান কর্ড শাখার শিবাইচন্ডী স্টেশনের কাছে একই লাইনে চলে এসেছে বন্দেভারত এক্সপেস এবং একটি লোকাল ট্রেন।একই লাইনে থাকা দুটি ট্রেনের ভিডিও তুলেছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আর সেই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়।
প্যারিস অলিম্পিকে ফের পদক ভারতের
যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ।ভিডিওতে দেখা যাচ্ছে মুখোমুখি নয় একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আরেকটির কয়েক মিটার পিছনে। যদিও রেলের তরফে দাবি করা হয়,এটি একটি স্বাভাবিক ঘটনা। রেলওয়ে ট্র্যাকে থাকা স্বয়ংক্রিয় সিগন্যাল জোনে বিশেষ কিছু পরিস্থিতিতে এই রকম ঘটনা হামেশাই হয়ে থাকে। এর সঙ্গে কোনও দুর্ঘটনার বিষয় নয়।রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল লোকাল ট্রেনটি।লোকাল ট্রেনটি হাওড়া থেকে কামারকুন্ডু হয়ে বর্ধমান যাচ্ছিল।
শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
আর সেই সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনের পথে যাওয়া হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনটি শিবাইচন্ডী রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে চলে আসে। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।অটো সিগন্যালিং জোনে বিশেষ পরিস্থিতিতে এমন ঘটনা ঘটা স্বাভাবিক। রেলের নিয়মেই নির্দিষ্ট দূরত্বে ট্রেনগুলিকে একটির পিছনে আরেকটিকে পরপর দাঁড় করিয়ে দেওয়া হয়। অটোমেটিক সিগন্যাল থাকায় কখনওই একটি ট্রেন আরেকটি ট্রেনের একদম কাছাকাছি আসতে পারবে না।শিবাইচন্ডী স্টেশনে তেমনটাই ঘটেছিল বলে রেলের তরফে জানানো হয়েছে।