গাছে ঝুলতে দেখা গেল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্কুলের ইউনিফর্ম। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার পতিরাম জোতে । পরে পুলিশের উপস্থিতিতে ইউনিফর্ম গুলি উদ্ধার করে মাটিগাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ।
বেআইনি বাড়ি ভাঙা আটকাতে কাউন্সিলারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
জানা গিয়েছে, শনিবার সকালে পথ চলতি মানুষ লক্ষ্য করেন পতিরাম রোডের চা বাগানের গাছে ঝুলছে রাজ্যে শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্কুল ইউনিফর্ম। স্থানীয়রা তা দেখতে পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দিলে প্রধান দিপালী ঘোষ ঘটনাস্থলে পৌঁছে বিডিও অফিসে ফোন করেন। পরে বিডিও অফিসের আধিকারিক রবিন সরকার ঘটনাস্থলে পৌঁছান।
অদৃশ্য জাদুবলে সফল রায়গঞ্জের ক্রীড়া প্রশিক্ষক।
ঘটনাস্থলে পৌঁছান মাটিগাড়া থানার পুলিশও। প্রধানের আশঙ্কা, এটি তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য দুষ্কৃতীরা করেছে। তবে এই ইউনিফর্ম গুলি কোন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করেছে, তা জানা না গেলেও সেগুলি সপ্তম- অষ্টম শ্রেণীর ছাত্রীদের টিউনিক বলে মনে করছেন তিনি । এ বিষয়ে রবীন সরকার জানান, সমস্ত ঘটনাই বিডিওর কাছে রিপোর্ট করা হবে।