রায়গঞ্জ শহরে যানজট মেটাতে পৌর বাসস্ট্যান্ড কে স্থানান্তরিত করা হবে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পূর্ত দফতরের জায়গায় হবে নতুন বাসস্ট্যান্ড। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে উচ্ছেদ প্রক্রিয়া। গত কয়েকদিন আগে এই জায়গা পরিদর্শন করে ৭ দিনের মধ্যে ঐ স্থানের ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আসন্ন জেলা অ্যাথলেট মিটকে সামনে রেখে প্রস্তুতি
তিনি পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে দোকান ভাঙার কাজ। কিন্তু প্রশ্ন উঠছে পুনর্বাসন কবে হবে? এই দোকানের উপরেই চলছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের সংসার। এখন দোকান ভেঙে ফেলায় কাল থেকে কি করে সংসার চলবে ভেবে পাচ্ছেন না তারা। কতদিনে বাসস্ট্যান্ডের কাজ শেষ হবে আর কতদিনে পুনর্বাসন মিলবে তানিয়ে দুশ্চিন্তায় সকলেই।
উজ্জ্বল কুমার দেবনাথ নামের এক ব্যবসায়ী বলেন, এখানে বাসস্ট্যান্ড নির্মিত হবে সে কারণে দোকান ভেঙে ফেলা হচ্ছে। তারা পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন। বলা হয়েছে বাসস্ট্যান্ড হলে পুনর্বাসন হবে। কিন্তু এখন কিভাবে সংসার চলবে? বাপ্পা দত্ত নামের এক ব্যবসায়ী বলেন, নতুন বাস স্ট্যান্ড নির্মাণের জন্য দোকান ভাঙ্গা হচ্ছে। তবে কবে থেকে কাজ শুরু হবে তা জানেন না। ২৬ টি দোকান ছিল সেখানে।
প্রতিবন্ধী ছেলেকে মাথায় আঘাত করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
পুনর্বাসন কবে হবে তা নিয়েও সন্ধিহান তিনি। রাজু দাস নামের অপর এক ব্যবসায়ী বলেন, নির্দেশিকা আসার ৭ দিনের মধ্যে দোকান ভাঙ্গা হল। দোকানের মাল রাখার জায়গা নেই। এখন রুজি রোজগার কিভাবে হবে ভেবে পাচ্ছেন না তিনি।