মালদা , ১৭ জুলাই : ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির অন্তর্গত শ্যামপুর কলোনির একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করলো পুলিশ।
এঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, অপরাধ দমনে তৎপর রয়েছে মালদা জেলা পুলিশ। অতীতেও বহুবার অভিযানে নেমে একাধিক ঘটনার রহস্য উদ্ধার করেছেন পুলিশকর্মীরা। আর এবারে একটি বাড়িতে চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চারজন দুষ্কৃতিকে গ্রেফতার করল মিলকি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির অন্তর্গত শ্যামপুর কলোনির একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে মিলকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাড়ির মালিক। এঘটনায় মিলকি ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে চারজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে; ধৃতদের নাম সেখ রিপন, সেখ সজিবুল, জিয়াল আনসারী এবং আলামিন আনসারী। এদের প্রত্যেকের বাড়ি মিলকি এলাকাতেই। তাদের কাছ থেকে একটি দামি ল্যাপটপ এবং চুরি যাওয়া বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। এঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি করছেন পুলিশকর্মীরা। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।