মালদা, ১৬ জুলাই : কর্মহীনতার আশঙ্কাকে ঘিরে শুক্রবার মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের এমএসভিপিকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো অস্থায়ী কর্মীরা।উল্লেখ্য মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে মোট ১৭৭ জন অস্থায়ী কর্মী রয়েছে।দীর্ঘ দিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে তাদের বেতন দেওয়া হচ্ছিল। কিন্তু এই তহবিলে পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় আগামী মাস থেকে তাদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
পাশাপাশি তাদের নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য ভবন থেকে কোন নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঘোর অনিশ্চয়তায় পড়েছেন মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা।এবিষয়ে আন্দোলনকারীদের পক্ষে প্রিয়া সিং জানিয়েছেন, সম্প্রতি একটি নোটিশ জারী করা হয়েছে যে, আগামী ১লা আগস্ট থেকে মেডিক্যাল কলেজের অস্থায়ী কর্মীদের কোনরুপ বেতন দিতে পারবে না মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়বেন অনেকেই। এই মেডিক্যাল কলেজে অনেকেই ২০০২সাল থেকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসছেন। ফলে করোনা পরিস্থিতিতে কাজ হারালে মুশকিলে পড়বেন তারা। এর আগে তাদের গভর্ণমেন্ট কন্ট্রাক্টচুয়াল কর্মীদের আওতায় আনতে স্বাস্থ্য দফতরে আবেদন জানানো হয়েছিল।কিন্তু সেখানে ই-ফাইল জনিত সমস্যা দেখা যাওয়ায় তা আপডেট করতে হবে। ফলত তাদের চাকরি ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এব্যাপারে জেলাশাসকের কাছে দরবার করা হয়েছে। পরিষেবা চালু রাখতে বিক্ষোভে পালা করে কর্মীরা সামিল হচ্ছেন বলে জানিয়েছেন প্রিয়া দেবী। অন্যদিকে অস্থায়ী কর্মীদের এই সমস্যার বিষয়ে মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতীম মুখোপাধ্যায় জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের সমস্যার বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি তার কাছে। এমনকী তাদের কর্মবিক্ষোভের বিষয়ে কিছু জানাননি তাকে। যদিও অস্থায়ী কর্মীদের সমস্যার বিষয়ে রোগী কল্যাণ সমিতিকে জানানো হয়েছে। অবহিত করা হয়েছে জেলাশাসককেও।
আরও খবর পড়ুন : করোনা প্রকোপ হ্রাস পেতেই উধাও সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি প্রশাসনের