নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : রাতের অন্ধকারে ফের দুঃসাহসিক চুরি রায়গঞ্জে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায়। এই এলাকার বাসিন্দা আনন্দ কুমার সিনহা। তার বাড়ির নীচতলা ভাড়া দিয়েছেন অজিত কুমার সিনহাকে।
কলকাতায় প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা
জানা যায়, রবিবার অজিতবাবু তার গ্রামে বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে এদিন রাতে নীচতলায় তার ভাড়া নেওয়া ঘরে লুঠতরাজ চালায় দুস্কৃতীরা। মেইন গেটের তালা ভাঙা হয়। তারপর জানার গ্রীল কেটে ভেতরে ঢুকে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দুস্কৃতীরা। যদিও সামান্য কিছু টাকা ও গয়নাগাটি ছাড়া তেমন বড় কিছু খোয়া যায়নি বলে দাবী অজিত বাবুর।
বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার
সকালে গৃহকর্তার ফোন পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন তিনি। শহরের মধ্যে এমন ঘটনায় রীতিমতন আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশী নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছেন সকলেই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।