নিউজ ডেস্ক : রাজ্য সরকারের নির্দেশ অনুসারে ও মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের সুবিধার্থে গৌড়বঙ্গ হকার্স কর্নারের উদ্বোধন করা হলো রবিবার।
ইংরেজবাজার পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রাজ্য সড়কের পাশে এই হকার্স কর্ণারের উদ্বোধন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরচেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু সাহা, কাকলি চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্যরা।
শিলিগুড়ি শহরে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
এই মার্কেটে প্রথম ধাপে প্রায় ৫৭ জন ব্যবসায়ী তারা নিজের স্থায়ী কর্মসংস্থানের জায়গা পেয়েছে। আগামী দিনে আরো শতাধিক ব্যবসায়ী সেখানে স্থান পাবে। স্থায়ী দোকান পেয়ে খুশি ব্যবসায়ীরা।