নিউজ ডেস্ক : রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার এলগিন রোড থেকে রওনা দেয় জগন্নাথ দেবের শোভাযাত্রা।
শিলিগুড়ি শহরে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
রথের দড়িতে টান দিয়ে শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন এলগিন রোড এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিশ্চিদ্র নিরাপত্তায়। রথযাত্রা উপলক্ষ্যে এলগিন রোডের দুপ্রান্তে ভিড় জমান সাধারন মানুষ।গত বছর কুড়ি লক্ষ দর্শকের সমাগম ঘটেছিল এই রথযাত্রায়।
জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ নদী পারাপার
এ বছর সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা।বৃষ্টি উপেক্ষা করেই এদিন রথযাত্রার সূচনায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী।রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যের মানুষকে শুভকামনাও জানান মুখ্যমন্ত্রী।