নিউজ ডেস্কঃ বিদেশের মাটিতে পাড়ি দিতে চলেছে মালদার আম।এর আগে বিদেশে মালদার আম পাঠানো হলেও, গত বছর তা পাঠানো যায়নি। ফলে এবছর মরসুমের শুরুতেই বিদেশে আম রপ্তানির উদ্যোগ নিয়েছে জেলা বেশ কিছু আমব্যবসায়ী ও রপ্তানিকারকেরা।
কুলিকের পাড়ে অহরহ ফেলা হচ্ছে থার্মোকল ও আবর্জনা
যদিও চলতি বছরে আবহাওয়া খামখেয়ালিপনার কারণে আমের ফলন অনেকটাই মার খেয়েছে জেলাজুড়ে।তারপরেও বেশকিছু ব্যবসায়ী এবছর দুবাই ও লন্ডনে আম পাঠানোর উদ্যোগ নিয়েছে৷ এজন্য বেছে নেওয়া হয়েছে হিমসাগর প্রজাতির আমকেই।
দেশজুড়ে চালু নতুন টেলিকম আইন,কি রয়েছে নতুন আইনে
প্রথম পর্যায়ে ১৩০০ কেজি আম পাঠানো হবে। আমের চাহিদা অনুযায়ী আগামীতে ধাপ ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই বিদেশের উদ্দেশ্যে রওনা মালদা দেবে জেলার আম।