ডিজিটাল ডেস্কঃ বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)-এর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যুকে ঘিরে ধীরে ধীরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত্যুর আগের রাতেই সৃঞ্জয় তাঁর সাপুরজি আবাসনের (Sapurji Housing, New Town) ফ্ল্যাটে বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন। প্রতিবেশীদের দাবি, সোমবার রাতে একাধিক যুবককে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। গভীর রাত পর্যন্ত চলেছে আড্ডা ও পার্টি।
সাধারণত অফিস থেকে ফেরার পর তিনি যেমন থাকতেন, সেদিনও তেমনই সন্ধ্যার দিকে বাড়ি ফেরেন সৃঞ্জয় (nickname: Pritam)। এরপর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন বন্ধুকে তাঁর ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু কারা ছিলেন তাঁরা? ঠিক কী সম্পর্ক ছিল তাঁদের সঙ্গে? সেসব এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ রহস্যমৃত্যু দিলীপ ঘোষের স্ত্রীর ছেলের, ঘুমের ওষুধ নাকি নেশা?
পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে তাঁর ব্যক্তিগত রাঁধুনি ফ্ল্যাটে ঢুকে সৃঞ্জয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় মা রিঙ্কুকে। এরপরই আবাসন চত্বরে ছড়ায় চাঞ্চল্য।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সন্দেহ, ওষুধের ওভারডোজেই মৃত্যু হতে পারে। তবে এই ওষুধ তিনি কি চিকিৎসার প্রয়োজনে খেতেন, নাকি ইচ্ছাকৃত অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেছিলেন—তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। মৃত্যুর পেছনে পার্টির রাতে মদ্যপান কিংবা মানসিক অবসাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের একাংশ বলছে, আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে মূল কারণ কী, সেটাই এখন জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
উল্লেখ্য, দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের সময়ও আলোচনায় উঠে এসেছিলেন সৃঞ্জয়। যদিও তিনি বিয়েতে উপস্থিত ছিলেন না, তবে স্পষ্টভাবে জানিয়েছিলেন, মায়ের নতুন জীবনের সিদ্ধান্তে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। এমনকি, বিয়ের পরে দিলীপ ঘোষের সঙ্গে ইডেনে ক্রিকেট ম্যাচ দেখতেও গিয়েছিলেন তিনি—যা তাঁদের সুসম্পর্কেরই ইঙ্গিত দেয়।
তবে তার পরেও হঠাৎ এমন পরিণতি কেন? পার্টির রাতই কি মৃত্যু ডেকে আনল? ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তবে একথা নিশ্চিত—সৃঞ্জয়ের মৃত্যুর ঘটনায় জট আরও ঘনাচ্ছে।