আরসিটিভি সংবাদ : বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা তাঁদের জীবনের প্রথম বড় ধরনের বোর্ডের পরীক্ষা দিতে বসেছেন।
কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় ১১৭ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩১ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট ছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন।কোথাও পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো শুভেচ্ছার গোলাপ ফুল আর পানীয় জলের বোতল আবার কোথাও তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল।
আরও পড়ুন – বালুরঘাটে বেহাল রাস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা
বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এমনই চিত্র ধরা পরলো উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। শুধু কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করাই নয়, নানান সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন পুলিশ কর্মীরা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে হাতে গোলাপ ফুল এবং পানীয় জলের বোতল তুলে দিল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্মীরা।
আরও পড়ুন – সোশ্যাল মিডিয়ায় ফাঁস ভুয়ো চিকিৎসকের কীর্তি !
বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর উচ্চ বিদ্যাচক্র স্কুল মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল ও গোলাপ। রায়গঞ্জ পুলিশ জেলার ডি এস পি সদর রিপন বল সহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা মহতী এই উদ্যোগে অংশ নেন। এর পাশাপাশি স্কুল সংলগ্ন এলাকায় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে একটি ” মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ সহায়তা কেন্দ্র ” চালু করা হয়।
আরও পড়ুন –পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক !
মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে পরীক্ষার্থীদের কলম ও পানীয় জলের বোতল দিল তৃণমূল কংগ্রেস। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে কলম ও জলের বোতল বিলি করা হয় পরীক্ষার্থীদের মধ্যে। কালিয়াগঞ্জেও পরীক্ষা পর্বকে নির্বিঘ্ন রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা লক্ষ্য করা যায় বিভিন্ন স্কুলে। এদিন পরীক্ষার্থীদের হাতে কলম,কভার ফাইল ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান কালিয়াগঞ্জ পুরপ্রধান রাম নিবাস সাহা।
আরও পড়ুন – মালদায় বিশালাকৃতির মাছ !
জেলার চাকুলিয়া থানার আওতায় চাকুলিয়া ও কানকি এই দুটি জায়গায় মোট ১১টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। অবাঞ্ছিত ঘটনা রুখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। অন্যদিকে এদিন পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে চাকুলিয়া হাইস্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয় যুব তৃণমূল নেতৃত্বের তরফে।
আরও পড়ুন –রায়গঞ্জে আলুর ফলন ঘিরে বিপাকে কৃষকরা !
মাধ্যমিক পরীক্ষার শুরুর পরই এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র গুলি পরিদর্শন করেন মহকুমাশাসক কিংশুক মাইতি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখেন তিনি। কোথাও যাতে কোনোরকম ফাঁক না থাকে সেক্ষেত্রে সতর্ক করা হয়। প্রতিটি ভেনু ইনচার্জের সাথে কথা বলেন মহকুমাশাসক। পরীক্ষা নির্বিঘ্নেই শুরু হয়েছে বলে জানান তিনি। যেকোনো রকম জরুরী পরিস্থিতিতে পর্ষদ তথা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান মহকুমাশাসক।