আরসিটিভি সংবাদ :সারা রাজ্যের পাশাপাশি এবার ভুয়ো চিকিৎসকের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরেও। জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন ব্লকে একাধিক ওষুধের দোকানে চিকিৎসক হিসেবে রোগী দেখার পাশাপাশি একাধিক বেসরকারি হাসপাতালেও গোলাম মোস্তাফা নামে ওই ভুয়ো চিকিৎসক রোগীদের চিকিৎসা করছিলেন বহাল তবিয়তে।
আরও পড়ুন – রায়গঞ্জে আলুর ফলন ঘিরে বিপাকে কৃষকরা !
এমনটাই অভিযোগ উঠেছে গোলাম মোস্তাফা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে৷ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলাজুড়ে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি আর সি টিভি সংবাদ। জানা গিয়েছে পেটের রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা করতেন গোলাম মোস্তাফা। তার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নম্বর না থাকা সত্ত্বেও কিভাবে তিনি চিকিৎসা করে আসছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কেনই বা তার চিকিৎসক হিসেবে বৈধ নথি যাচাই না করেই তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। এবিষয়ে রায়গঞ্জের এক বেসরকারি ল্যাব কর্ণধার সঞ্চিতা চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তাদের জানা ছিল না। প্রায় দুবছর ধরে তার ল্যাবে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। গোটা ঘটনায় ল্যাব কর্তৃপক্ষর ভূমিকা প্রশ্নের মুখে।
আরও পড়ুন – পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে কি বললেন দিলীপ ঘোষ ?
এই ঘটনায় স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক সংগঠন আই এম এ-র শহর কমিটির সম্পাদক সোমনাথ চ্যাটার্জি।তবে এব্যাপারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক।