নিউজ ডেস্ক , ৩০ নভেম্বর : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল মিউজিয়ামের। বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পকেটমারের কবলে এক ফেরিওয়ালা, খোয়া গেল নগদ তিরিশ হাজার টাকা
এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক কুমার রায় এবং দঃ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রত বিশ্বাস, ডিএসপি রিপন বল সহ অন্যান্যটা।
বিয়ে বাড়িতে সরকারি স্টিকার লাগানো গাড়ির ব্যবহার
এদিন মিউজিয়ামের পাশাপাশি একটি নোটিশ বোর্ড ও কমপ্লেন বক্স উদ্বোধন করা হয়৷ উপাচার্য দীপক বাবু জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে মিউজিয়াম থাকলেও বিশ্ববিদ্যালয়ে মিউজিয়াম অত্যন্ত প্রাসঙ্গিক। শিক্ষার আবহে থেকে পড়ুয়াদের মানসিক বিকাশ সম্ভবপর হয় এই মিউজিয়ামের মধ্যে দিয়ে। এখান থেকে যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।