নিউজ ডেস্ক , ২৯ নভেম্বর : বাসে উঠতে গিয়ে পকেটমারের কবলে এক ফেরিওয়ালা। খোয়া গেল নগদ তিরিশ হাজার টাকা। বুধবার ডালখোলার পূর্ণিয়া মোড় বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।
বিয়ে বাড়িতে সরকারি স্টিকার লাগানো গাড়ির ব্যবহার
জানা গিয়েছে, ডালিম শেখ নামে এক ফেরিওয়ালা তার ব্যবসার সামগ্রী কিনতে নগদ তিরিশ হাজার টাকা নিয়ে কালিয়াচক যাওয়ার জন্য ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে একটি বাসে ওঠে। বাসে ওঠার পর সে বুঝতে পারে তার সাথে থাকা টাকা কেউ বা কারা পকেটমারী করেছে। এরপর ওই ফেরিওয়ালা ডালখোলা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।