নিউজ ডেস্ক , ২৯ নভেম্বর : অঘ্রান মাস পরতেই শুরু হয়েছে বিয়ের মরশুম। আর এই আবহেই মঙ্গলবার রাতে এক ব্যতিক্রমী চিত্র ধরা পরল রায়গঞ্জ শহরে। সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হল বিয়ে বাড়িতে।
একটা নয় একাধিক গাড়ি যেখানে “গভঃ অফ ওয়েষ্ট বেঙ্গল” লেখা স্টিকার রয়েছে সেই সব গাড়িতে চেপে বিয়ে বাড়ি চললেন সাধারণ মানুষ। যাকে ঘিরে আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। সরকারি গাড়ি কিকরে সাধারণ মানুষের বিয়েতে ব্যবহার করা হচ্ছে তা নিয়েই উঠেছে প্রশ্ন। গাড়ির চালকও স্বীকার করেছেন যে এই গাড়ি বিয়ে বাড়িতে ব্যবহৃত হয়েছে। এবিষয়ে আমরা কথা বলেছিলাম মহকুমাশাসক কিংশুক মাইতির সাথে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এটি কাম্য নয়। সব কটি গাড়ির নম্বর খতিয়ে দেখে তদন্ত হবে।