নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৮ ডিসেম্বর : রাতের অন্ধকারে এক কৃষকের মজুত করা ধানে আগুন ধরিয়ে দিল দুস্কৃতিরা। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সোনাবান্ধ এলাকায়। জানা যায়, হেমতাবাদ ব্লকের সোনাবন্ধ গ্রামে প্রান্তিক কৃষক যার্থু মহম্মদ তাঁর দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে মজুত করে রেখেছিলেন।
সোমবার রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন ঠিক তখনই দুস্কৃতিরা বাড়িতে ঢুকে স্তুপাকৃত ধানে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে অভিযোগ। আগুনের লেলিহান শিখায় ঘুম ভেঙে যায় যার্থু মহম্মদ ও তার পরিবারের সকলের। এরপর তার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও ততক্ষনে আগুন গ্রাস করে নিয়েছে মজুত করা সমস্ত ধান। যার জেরে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরনের দাবিতে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি কর্মিরা। যদিও সমস্ত ঘটনা শুনে বিডিও পৃথ্বীশ দাস ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত ওই কৃষককে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।