নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : বার বার ফোন করেও মেলেনি না মাতৃযান পরিষেবা। যার জেরে টোটোতে প্রসব করলেন এক প্রসূতী। স্বাস্থ্য পরিষেবার এই বেহাল পরিস্থিতি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। কলাবতী নাগবংশী নামের ঐ প্রসূতী তার সদ্যোজাত কন্যাকে নিয়ে বর্তমানে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। মহিলার বাড়ি হেমতাবাদ থানার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোড়াপাড়া এলাকায়।
বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার
মহিলার স্বামী প্রশান্ত কোড়া জানান, রবিবার ভোরে স্ত্রীর প্রসব যন্ত্রনা ওঠে। তৎক্ষনাত ১০২ নম্বরে একাধিক বার ফোন করেন। কিন্তু কখনও বলা হয় মাতৃযান নেই কখনও বলা হয় গাড়ির চালক নেই। এভাবেই চলতে থাকে টালবাহানা। কোনো সহায়তা না পেয়ে শেষমেশ টোটো ভাড়া করে স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন প্রশান্ত। পথেই টোটোর মধ্যে একটি কন্যাসন্তান প্রসব করেন কলাবতী দেবী। পরে তাকে ঐ টোটোতে চেপেই হাসপাতালে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
মাতৃযান পরিষেবার মত একটি জরুরি ক্ষেত্রে এমন বেহাল অবস্থা ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য সরকার বার বার প্রাতিষ্ঠানিক প্রসবের উপরে জোর দিলেও হেমতাবাদের এই ঘটনায় সমালোচনায় সরব রাজনৈতিক মহল। এই ইস্যুকে হাতিয়ার করে সোমবার সকালে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। বিজেপির মন্ডল সভাপতি ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার
এবিষয়ে আমরা কথা বলেছিলাম হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হকের সাথে। তিনি জানান, ঘটনার কথা শুনেছেন। এক্ষেত্রে তদন্ত করে ত্রুটি খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।