বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার

নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : কলকাতার শহরজুড়ে বেআইনি পার্কিংয়ের অভিযোগ জমা পড়ছে কলকাতা পুরসভায়। কলকাতা শহরের ফুটপাতের উপর থেকে শুরু করে রাস্তার উপরে বেআইনিভাবে পার্কিং করা হয়। বেআইনি পার্কিং করা থাকলে এবং তা পুলিশের নজরে আসলে এতদিন পুলিশ চাকায় কাঁটা লাগিয়ে দিত। এবার থেকে কলকাতা পুলিশকে আর কাঁটা লাগাতে হবে না।

লারা ও আকামাসের ঠিকানা হতে চলেছে দার্জিলিং

কলকাতা পৌরসভা বেআইনি পার্কিংয়ে ওপর নজর রাখতে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে । এপ্লিকেশন এর নাম ‘কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপ’। বেআইনি পার্কিংয়ের চিহ্নিতকরণ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই মোবাইল অ্যাপ্লিকেশন। পরিদর্শকরা সহজেই এই অ্যাপের মাধ্যমে পার্ক করা কোনও গাড়ি বা যানবাহনের ছবি তুলে এপ্লিকেশনে আপলোড করলেই কাজ হয়ে যাবে। ছবি আপলোড হওয়ার সাথে সাথেই গাড়ির মালিকের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেখা যাবে। যেই জায়গায় গাড়িটি পার্কিং করা রয়েছে সেই জায়গা বৈধ না অবৈধ তাও নির্দিষ্ট হয়ে যাবে।

প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে

জিপিএস লোকেশন সহ গাড়ির ছবি পুরসভার খাতায় জমা পড়বে এবং মোবাইলের মেসেজের মাধ্যমে গাড়ির মালিককে জরিমানার কথা জানিয়ে দেওয়া হবে। বেআইনি পার্কিংয়ের জরিমানা ১০০০ হাজার টাকা। নতুন এই প্রযুক্তিতে একই সঙ্গে যুক্ত থাকবে পরিবহণ দফতর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। বেআইনি গাড়ি পার্কিংয়ের কথা অ্যাপে ধরা পড়লে তা জানতে পারবে পরিবহণ দপ্তরও। সাত দিনের মধ্যে অভিযুক্ত গাড়ির চালককে এই জরিমানা অনলাইন বা পুরসভায় গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। কলকাতা শহরের নাগরিকরা ভবিষ্যতে প্রয়োজন মতো পার্কিংয়ের অনুমতির জন্য পুরসভা দরখাস্ত করতে পারবেন।

Next Post

কলকাতায় প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা

Mon Dec 11 , 2023
নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান। সোমবার সকালে আয়কর হানা কলকাতায়।এদিন সকালে প্রাক্তন IFA সচিব উৎপল গাঙ্গুলির বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। বেআইনি পার্কিং রুখতে অ্যাপ চালু কলকাতা পুরসভার মূলত,দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান করছেন। […]

আপনার পছন্দের সংবাদ