নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৫ ডিসেম্বর : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো মানিকচকে। শুক্রবার মানিকচক ব্লকের গোপালপুর ফুটবল কমিটির তরফে এলাকার ফুটবল ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মানিকচক বিধানসভার বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। তিন দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমী মানুষরা মাঠে খেলা দেখতে হাজির হয়েছিলো এদিন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই ফুটবল টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়ে আগামী রবিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে সম্পন্ন হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রতিযোগিতার দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এই প্রথম গোপালপুর এলাকার মানুষ ফুটবল টুর্নামেন্টের মতো অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারছে বলে আপ্লুত এলাকার সাধারণ মানুষেরা। জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন মানিকচক বিধানসভার বিধায়ক মোত্তাকিন আলম। এদিনের এই খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রীড়া প্রেমী মানুষেরা।