ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এনবিএসটিসি'র

ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এনবিএসটিসি’র

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৫ ডিসেম্বর : ব‍্যবসা সূত্রে গত রবিবার এনবিএসটিসি বাসে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলেন মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামের সন্তোষ মন্ডল(৩৯)। ফেরার পথে গভীররাতে ফাসিঁদেওয়ার বিধাননগর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে বাসটি। সেখানেই প্রান হারান তিনি। তবে ওই দুর্ঘটনায় মারা যান তিনজন। বাকি দুজন অন‍্য জেলার। আহত হয়েছে বাস যাত্রীরা সকলেই।

উল্লেখ্য, নিহত পুখুরিয়ার বাসিন্দা সন্তোষ মন্ডলের পরিবারের রয়েছে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী সহ সদ‍্য হাটতে শেখা এক পুত্র সন্তান। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে চরম বিপাকে পড়েছেন গোটা পরিবার। ঘটনার চারদিন পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইনচার্জ সন্দীপ দত্তের নির্দেশে শুক্রবার কোকলামারি গ্রামের নিহত সন্তোষ মন্ডলের বাড়িতে যান পরিবহন সংস্থার প্রতিনিধি দল। শুক্রবার নিহতের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে দু-লক্ষ টাকার চেক তুলে দেন মালদার ডিপো ইনচার্জ উত্তম মজুমদার। পাশাপাশি এনবিএসটিসির তরফে সমবেদনা জ্ঞাপন করা হয় নিহতের পরিবারকে। এদিন ওই পরিবারের সাথে দেখা করে মালদা জেলা আই এন টি টি ইউ সির সভাপতি মানব ব‍্যানার্জী বলেন, পরবর্তীতে তার পরিবারের সাহায্য করা হবে। তাদের পাশে রয়েছি আমরা।

Next Post

বড়দিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন মানিকচকে

Fri Dec 25 , 2020
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৫ ডিসেম্বর : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো মানিকচকে। শুক্রবার মানিকচক ব্লকের গোপালপুর ফুটবল কমিটির তরফে এলাকার ফুটবল ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মানিকচক বিধানসভার বিধায়ক মোত্তাকিন […]

আপনার পছন্দের সংবাদ