নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ২৫ ডিসেম্বর : ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মালদা জেলার রতুয়া-১ ব্লকের চার শ্রমিক। জানা গিয়েছে, মৃত চার শ্রমিকের নাম আব্দুল মান্নান(৪৫), আব্দুল আজিজ(৩৫), হাবিবুর রহমান(২৯) এবং মোঃ জাহির(৩৫)। এরা সকলেই পেশায় দিনমজুর ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় মাসখানেক আগে টাওয়ারে শ্রমিকের কাজে হিমাচল প্রদেশ গিয়েছিল তারা। বুধবার সকালে বাসস্থান থেকে ট্রাক্টর করে সরঞ্জাম নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় তারা। তবে মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদ জাহির, হাবিবুর রহমান ও আব্দুল মান্নানের। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আজিজ কে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। তবে আর শেষ রক্ষা হয়নি। বিকেল চারটের সময় মৃত্যু হয় আব্দুল আজিজের। হবিবুর রহমান ও আব্দুল আজিজ সম্পর্কে দু ভাই। সেখান থেকে টেলিফোন মারফত সেদিন মৃত্যু সংবাদ দেওয়া হয় তাদের পরিবারে। পরিবারের লোকেরা মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। শুক্রবার দুপুর দুটো নাগাদ হিমাচল প্রদেশ থেকে কফিনবন্দী মৃতদেহ এসে পৌঁছায় তাদের বাড়িতে। মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে তাদের পরিবার-পরিজনেরা। শুক্রবার সেই পরিবারের সাথে দেখা করতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। এদিন সেই পরিবারের সাথে কথা বলার পাশাপাশি প্রতিটি পরিবারকে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন তিনি। এই পরিবারের সাথে সবসময়ই পাশে থাকার পাশাপাশি আগামী দিনে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি।