নিউজ ডেস্ক, ২২ নভেম্বর : শীত কাল ফুল গাছ লাগানোর উপযুক্ত সময়। কারন এই সময় নানা রকমের ফুল ফোঁটে। নার্সারি গুলোতে পাওয়া যায় রকমারী ফুল গাছ। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে আপনার বাড়ীর ব্যলকোনি, ছাদ বা উঠোনকে করে তুলতে পারেন রঙিন সবুজ ও বৈচিত্রময়। তবে সঠিক যত্নের অভাবে আপনার শখের গাছগুলো শীতে জীর্ণ হয়ে যেতে পারে। এই ঠাণ্ডা আবহাওয়ায় গাছের যত্নের জন্য রইল কিছু পরামর্শ-
১) শীতকালে গাছে অতিরিক্ত জল না দেওয়াই ভালো। মাটি সহজে শুকোয় না ফলে শিকড় পচে যেতে পারে। সেক্ষেত্রে মাটি পরীক্ষা করে তারপরই জল দিন।
২) ফেলে দেওয়া চা পাতা, শাকসব্জির খোসা, ডিমের খোসা মিশিয়ে বানিয়ে ফেলুন সার। এই সার গাছের জন্য বেশ উপকারী।
৩) পাতার রং যদি হালকা হয়ে যায়, তবে তাতে জল না দিয়ে মাটি শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যের আলোতে গাছ রাখুন।
৪) টবের গাছগুলো যেন সূর্যের আলো থেকে কোনভাবেই বঞ্চিত না হয়। সকালের হালকা রোদে টবগুলোকে রাখুন। খেয়াল রাখবেন যেন সব গাছগুলোই রোদে থাকে।
৫) গাছের পাতা ও ডাল মাঝেমধ্যেই ট্রিম করবেন। তবে প্রয়োজন সাপেক্ষে। পাতা ফ্রেশ দেখানোর জন্য জলের সঙ্গে এপসম সল্ট মিশিয়ে স্প্রে করুন। পোকামাকড় লাগবে না।