নিউজ ডেস্ক, ১১ অক্টোবর : আর ক’দিন পরেই শ্রেষ্ঠ শারদ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যাবে। ফলে এই উৎসবের মরসুমে করোনা সংক্রমণ পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগেই রবিবার গোটা দেশে করোনা সংক্রমনের সংখ্যা ৭০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
এতে করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের মধ্যেও। কারণ উৎসবের পরে সংক্রমণের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই করোনা সংক্রমনের অতি বাড়বাড়ন্তে চিন্তিত সকলেই। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ৫৩ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৪ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯১৮ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জন। তবে সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬০ লক্ষ ৭৭ হাজার ৯৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৭ হাজার ৪৯৬ জন। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই পরিসংখ্যান দেওয়ার পর অনেকেই বলছেন উৎসবের মরসুমের পরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। কারণ যেভাবে সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন এবং সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসটেন্সিং মানছেন না তাতে করে ফের ঊর্ধ্বমুখী হতে পারে করোনার গ্রাফ।