নিউজ ডেস্ক, ১১ অক্টোবর : উত্তর প্রদেশের হাথরস ঘটনা বিতর্ক, উত্তেজনা অব্যাহত গোটা দেশেই।শুধু হাথরস নয়, নারী নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান পুরো দেশেই।ফলে মহিলাদের ওপর অত্যাচার রুখতে এবারে নতুন নির্দেশিকা জারী করল কেন্দ্র সরকার। ইতিমধ্যে এই নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। নারী নির্যাতন রুখতে কি কি নির্দেশিকা আনা হয়েছে, দেখে নিন একনজরে :
১. যেকোনো নির্যাতনের ঘটনায় এফআইআর বা পুলিশে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক।
২. অভিযোগের দুমাস অর্থাৎ ৬০দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
৩. ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ২৪ঘন্টার মধ্যে অনুমতি লাভের পর ডাক্তারি পরীক্ষা সেরে ফেলা। অবশ্যই তা পেশাদার চিকিৎসক হতে হবে।
উল্লেখ্য কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী ২০১৯ দেশজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ৮৭ জন মহিলা ধর্ষিতা হয়েছে। শুধু ধর্ষণ নয়, অপহরণ, অ্যাসিড হামলা থেকে গার্হস্থ্য হিংসা সবকিছু গ্রাফই উর্দ্ধমুখী পূড়ো দেশেই। ফলে নারী নির্যাতন রুখতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। মূলত নারীদের ওপর ঘটা প্রতিটি অপরাধের পুলিশী পদক্ষেপ বাধ্যতামূলক।অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সেই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাগ্রহণের হুশিয়ারী দিয়েছে কেন্দ্র সরকার।