প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং

নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :   প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। রবিবার দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তার মৃত্যুতে টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৫০ থেকে ১৯৬০ এই সময়ে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন যশবন্ত সিং। পরে রাজনীতিতে পা রাখার কারণে সেনা বাহিনী থেকে ইস্তফা দেন তিনি। যোগ দেন বিজেপিতে। রাজস্থান থেকে ৯ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। বাজপেয়ী সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন যশবন্ত সিং। দুর্দান্ত কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন এই ব্যক্তিত্ব বাজপেয়ী সরকারের আমলে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন। প্রতিরক্ষা, বিদেশ ও অর্থমন্ত্রকের দায়িত্ব অতিদক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষার পর ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে। সেই সময় যশবন্ত একজন দক্ষ কূটনীতিবিদের মতো আমেরিকার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলাতে বড় ভূমিকা পালন করেন।এরপর ২০০০ সালে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিনটন ভারত সফরে এলে যশোবন্তের দক্ষতাতেই ফের দুই দেশের সম্পর্ক জোড়া লাগে।

কান্দাহারে বিমান ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মুক্তির জন্য জঙ্গিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। তবে বিজেপির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ফাটল ধরেছিল জীবনের শেষ কয়েক বছর আগে। ২০১৪  নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের  সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জয়ের মুখ দেখতে পারেন নি তিনি। রবিবার নিঃশব্দে চলে গেলেন না ফিরে আসার দেশে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব।

Next Post

করোনার থাবা গেরুয়া শিবিরে, আক্রান্ত এই বিজেপি নেত্রী

Sun Sep 27 , 2020
নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :   ফের করোনার থাবা গেরুয়া শিবিরে। করোনা আক্রান্ত হলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন। পাশাপাশি গত পাঁচ দিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। প্রসঙ্গত, দেশ […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম