নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৩ নভেম্বর : এতদিন দোকানের টিনের ছাদ অথবা দরজা ভেঙ্গে চুরি ঘটনা ঘটেছে। এবার দোকানের খোদ দেওয়াল ফাটিয়েই সোনার দোকানের সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রঘুনাথপুরের ট্যাংক মোড় এলাকায়। জানা গিয়েছে, বালুরঘাট হাসপাতাল সংলগ্ন এলাকার ওই সোনার দোকানে শনিবার গভীর রাতে দেওয়াল ভেঙ্গে বেশকিছু সোনা গয়না ও এক কেজি রুপোর অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
সোমবার সকালে দোকান খুলতে এলে পুরো বিষয়টি সামনে আসে দোকান মালিকের। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। কিভাবে চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। দোকানের মালিক জানিয়েছেন ১০ ইঞ্চির দেওয়াল ফাটিয়ে এবং একটি গেট ভেঙে দোকানের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। দীর্ঘ সময় ধরে চলে এই চুরির অপারেশন। এক কেজি রুপোর ছাড়াও বেশকিছু সোনার গয়না বানানো ছিল দোকানে৷ সেগুলো সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। দোকান থেকে কিছুটা দূরে রাতে পুলিশি টহলদারি থাকলেও এই এলাকাতে রাতে পুলিশের টহলদারি প্রায় চলে না বলে অভিযোগ। দেওয়াল ফাটিয়ে যেখানে চুরির ঘটনা ঘটছে সেখানে আর নিরাপত্তা কোথায় থাকল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বর্ণ ব্যবসায়ীরা৷ অবিলম্বে রাতে দুষ্কৃতীদের দাপাদাপি বন্ধে এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর দাবি করেছেন তারা।