নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ২৬ নভেম্বর : কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, শ্রম আইন সংশোধনে নতুন খসড়া প্রস্তাব বাতিল, মূল্যবৃদ্ধি হ্রাস, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ বন্ধ সহ বিভিন্ন দাবিতে সিপিএম এবং কংগ্রেসের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘট পালিত হল বৃহস্পতিবার।
এদিন সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় দক্ষিণ দিনাজপুর জেলাতে। এদিন বালুরঘাটে সবজি ও মাছ বাজার খোলা থাকলেও প্রায় রাস্তার ধারের বড় দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় নামে নি বেসরকারি বাসও। তবে সরকারি বাস, টোটো, অটো চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। সকালে ধর্মঘট সমর্থকরা বালুরঘাটের বড়বাজারে সবজি ও মাছের বাজার বন্ধ করার চেষ্টা করলেও তাতে সাড়া পান নি৷ অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সরকারি বাস পথে নামলেও সংখ্যায় ছিল কম। তবে বেসরকারি বাস এদিন চলাচল করেনি। ধর্মঘটের সমর্থনে এদিন সকালে মিছিল পিকেটিং করেন ধর্মঘটীরা৷