নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৯ এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের মারধোরের অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য চোপড়া থানার দিঘলগাঁও এলাকায়।জানা গিয়েছে, এলাকার বাসিন্দা হাকিমুল ইসলাম বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত।
বিষয়টি জেনে গৃহবধূর পরিবারের লোকেরা হাকিমুলের সাথে আলোচনা করতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় স্বামী হাকিমুল ইসলাম, শ্বশুর সোনু রহমান, শাশুড়ি সখিনা খাতুন, ননদ সাহনাজ বেগম মারধোর করে বলে অভিযোগ।যদিও বিয়ের পর থেকে হাকিমুলকে বেশ কয়েকবার গৃহবধূর বাবা টাকা দিয়েছে বলে জানা গিয়েছে।গৃহবধূ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তার স্বামীকে জমি দিয়ে সেখানে বাড়ি করে দেওয়া হয়। দেওয়া হয় টাকাও। তাদের এক কন্যাসন্তানও রয়েছে। এরমধ্যে তার স্বামী বেশ কিছু মাসের জন্য বাইরে চলে যায়। এরপরেও তারা টাকা চাইতে থাকে। এনিয়েও বুধবার তাকে হাকিমুল মারধোর করে। এই বিষয়ে জানতে পেরে এদিন তার দাদা ও মা সেখানে গেলে তাদেরকেও মারধোর করে শ্বশুর-শাশুড়ি ও অন্যান্যরা। অন্যদিকে ঘটনায় আক্রান্ত গৃহবধূর দাদা সাদ্দাম হোসেন জানিয়েছেন, বিয়ের পর থেকেই বোনের ওপর নানা কারণে অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। ফের বুধবার তারা মারধোর করে বোনকে। এই ঘটনায় বোনের শ্বশুরবাড়িতে গিয়ে অভিযোগ জানালে তারা তাদের ওপর চড়াও হয় বলে জানিয়েছেন সাদ্দাম হোসেন।মারধোরের ঘটনায় জখম গৃহবধূর পরিবারের একাধিক দুই দাদা ও মাকে প্রথমে চোপড়াদলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনায় গৃহবধূর পরিবারের তরফে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।