নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৩০ সেপ্টেম্বর : গত কয়েক দিনের বৃষ্টির জেরে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার বিস্তীর্ণ চাষের জমি জলে ডুবে যাওয়া এলাকায় পরিদর্শনে গেলেন ইটাহার ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায়। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ইটাহার ব্লকের কাপাশিয়া, সুরুন, গুলন্দর সহ একাধিক এলাকার কৃষি জমি জলের তলায়, পাশাপাশি নদী তীরবর্তী বাড়ি ঘর জলের তলায় জলে গিয়েছে, একাধিক গ্রামীন সড়কের উপর কোথাও হাঁটুজল,আবার কোথাও কোমর জল।
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করছে সাধারণ মানুষ। এদিন ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায় বলেন, প্রাথমিক ভাবে কোন কোন এলাকায় ধান সহ অন্যান্য ফসলের জমি জলের তলায় চলে গিয়েছে বা কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পর পুনরায় প্লাবিত এলাকা খতিয়ে দেখা হবে। এরপর সেই রিপোর্ট জেলা কৃষি দপ্তর মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যদিও এদিন ইটাহারের নমনিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমান বলেন, লাগাতার বৃষ্টির কারনে নদীর জল বেড়ে কয়েকশো বিঘাজমি জলের তলায় চলে গিয়েছে। যার কোন হিসেব নেই। সেই সব জমি থেকে আর ফসলই পাওয়া যাবে না। দপ্তরের আধিকারিকরা এসে দেখে গেলেন, তবে আমাদের কি হবে জানি না ।