নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ০১ অক্টোবর : টানা বৃষ্টিতে ধসে গিয়েছে রাস্তা। ফলে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত। বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। দিন কয়েক আগে টানা নিম্নচাপের বৃষ্টির জেরে এমনই বেহাল অবস্থা তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া গ্রাম পঞ্চায়েতে। গ্রামের সাধারণ মানুষ কয়েক কিমি ঘুরপথ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এব্যাপারে প্রশাসনকে জানিয়েও তারা কোনো ফল পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের৷
টানা বর্ষণের জেরে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের চোপড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমি থেকে খোঁচাবাড়ির এলাকার মধ্যে। ফলে বিপাকে পড়েছে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মুকদুমি, ঝাড়বাড়ি নকনাহার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সড়কপথ দিয়েই খোচাবাড়ি হয়ে রামগঞ্জ বাজারে যাতায়াত করেন। গত কয়েকদিন আগে অবিরাম বৃষ্টির জেরে জলের তোড়ে সড়কের মাঝ বরাবর ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বাধ্য হয়েই বাড়তি কয়েক কিমি ঘুর পথ দিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এব্যাপারে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তা মেরামত করার বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
কেন সাধারণ মানুষের দুর্দশা লাঘবে পঞ্চায়েত দফতর এগিয়ে আসছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা৷ যদিও এব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন জানিয়েছেন, সমস্যার কথা তিনি ইতিমধ্যেই শুনেছেন। এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই এলাকার বিভিন্ন সমস্যা লিখিত আকারে জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।