নিউজ ডেস্ক , ডালখোলা , ৩০ সেপ্টেম্বর : পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জ সাহাসারা এলাকায়। পরিবার সুত্রের খবর, মৃত ওই কিশোরের নাম মহম্মদ রাহুল (১১)। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মহম্মদ রাহুল তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে স্নান করতে নামে। সেখানেই আচমকা জলে তলিয়ে যায় ওই কিশোর। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নি কিশোরের দেহ।
পরবর্তীতে বোট নামানো হয়, কিন্তু রাত হয়ে যাওয়ার ফলে আজ সকালে আবার ডালখোলা থানার পুলিশের সহযোগিতায় ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।