পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু কিশোরের

নিউজ ডেস্ক , ডালখোলা , ৩০ সেপ্টেম্বর : পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জ সাহাসারা এলাকায়। পরিবার সুত্রের খবর, মৃত ওই কিশোরের নাম মহম্মদ রাহুল (১১)। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মহম্মদ রাহুল তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে স্নান করতে নামে। সেখানেই আচমকা জলে তলিয়ে যায় ওই কিশোর। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নি কিশোরের দেহ।

নিজস্ব চিত্র , ডালখোলা

পরবর্তীতে বোট নামানো হয়, কিন্তু রাত হয়ে যাওয়ার ফলে আজ সকালে আবার ডালখোলা থানার পুলিশের সহযোগিতায় ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Next Post

বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ রায়গঞ্জের জগদীশপুরে 

Wed Sep 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর :  কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের সরিয়াবাদ সহ বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে। নাগর নদীর জলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। জলে ভেসে গিয়েছে রাস্তাঘাট। রাস্তার ওপর দিয়ে তীব্র স্রোতে জল বয়ে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম