নিউজ ডেস্ক,১৪ই নভেম্বের : রাসায়নিক সারের কালোবাজারি কারণে ক্ষোভ দেখা দিয়েছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, সারের কালোবাজির কারণে দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে তাদের পক্ষে সার ক্রয় করা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে৷ শিকেউ উঠবে চাষাবাদ।
রাসায়নিক সারের কালোবাজারে বিরুদ্ধে গর্জে উঠলেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের কৃষকেরা। পাশাপাশি সারের মূল্য বৃদ্ধির ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত তারা। তাদের অভিযোগ সারের দাম দিন দিন বৃদ্ধি পেলেও চাষাবাদ করে তাদের রোজগার বাড়ছে না। আর এতে দেখা দিয়েছে সংকট। সারের দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় অনেক কৃষকই পর্যাপ্ত পরিমাণে সার কিনতে পারছেন না। ফলে জমিতে প্রয়োজনমতো সার দিতে পারছেন না। আর এতে করে দেখা দিয়েছে ফসল উৎপাদনে হ্রাস৷ মঙ্গলবার ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেল জমিতে চাষাবাদে কাজ করলেও তাদের গলায় ঝড়ে পড়লো আক্ষেপের সুর। কৃষকের অভিযোগ সারের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে চাষাবাদ আগামী দিনে কতটা সম্ভব হবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এমনকি সারের কালো বাজারি রোধে কৃষি দপ্তর উদাসীন বলেও অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে জমিতে কিভাবে তারা চাষাবাদে কাজ করবেন তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কৃষকেরা।অন্যদিকে কালোবাজারি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সার বিক্রেতারা।তাদের বক্তব্য পর্যাপ্ত পরিমাণে সার জেলায় না আসার কারণেই বাইরে থেকে সেগুলো আমদানি করতে হচ্ছে। সেকারণে পরিবহন খরচা বাবদ সারের দাম অধিক হয়ে যাচ্ছে তবে বর্তমানে সেই সব সার বাইরে থেকে আমদানি করা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সার বিক্রেতারা।অপরদিকে কৃষকদের আনা অভিযোগ খতিয়ে দেখে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কৃষি দপ্তরের কর্তারা।