Advertisements

নিউজ ডেস্ক,২৪ইনভেম্বের:আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের পুনর্নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার জেলার ৩৭ জন শিক্ষককে পুনরায় নিয়োগ করা হয় সরকারি নির্দেশে। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার বলেন, চলতি বছরের জুন মাসে কলকাতা হাইকোর্ট এ জেলার ৩৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করেছিল। সম্প্রতি সেই মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই অনুসারে পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ছাঁটাই হওয়াঐ শিক্ষকদের স্কুলে রি-জয়েনিংয়ের নির্দেশিকা আসে। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ৩৭ জনকে পুনর্নিয়োগ করা হয়েছে।
